ঢাকার তিন স্থানে অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর তিনটি স্থানে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড়, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড়ে এই কর্মসূচি পালন করা হবে।

সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি মো. নাঈম হাওলাদারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ করা খসড়ার অনুমোদন দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে এই কর্মসূচি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে সাত কলেজের শিক্ষার্থীদের একাংশ। কর্মসূচি চলাকালে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন, সেই সভায় ডিসেম্বরের মধ্যে আনুষাঙ্গিক সকল কার্যক্রম শেষ করে জানুয়ারি মাসের প্রথম দিকে অধ্যাদেশ জারি করার বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়।

এতে আরও বলা হয়, ১৫ জানুয়ারি সরকারের উপদেষ্টা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হবে। আমরা চাচ্ছি উপদেষ্টা পরিষদের এ সভাতেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ এর অনুমোদন দেওয়ার পাশাপাশি চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh