বায়রার ভোটে ইসির অনুমতি, মামুনুল হককে শোকজ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ

সংসদ নির্বাচন ও গণভোটের আগে কোনো ধরনের সংগঠনের নির্বাচনে মানা করলেও আবেদন সাপেক্ষে আচরণবিধি পালনের শর্তে সায় দিচ্ছে নির্বাচন কমিশন। বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর ২০২৬-২০২৮ মেয়াদে কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন রয়েছে, শনিবার তা আয়োজনের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (১৪ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) ও বায়রার প্রশাসককে পাঠানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ‘প্রভাবমুক্ত রাখতে’ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করার বিষয়ে সোমবার রিটার্নিং অফিসারদের নির্দেশনা দেয় ইসি।

পরদিন বায়রা ভোট আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করে এবং তাতে সম্মতি মিলল। বায়রা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে নির্ধারিত আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে আগামী ১৭ জানুয়ারি নির্বাচন আয়োজন করা যাবে। এদিন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে এ ভোট হবে।

এদিকে প্রচারণা শুরুর আগে লিফলেট বিতরণের কারণে ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হককে লিখিত ব্যাখ্যা দিতে বলেছেন রিটার্নিং কর্মকর্তা।

মঙ্গলবার বিকাল ৫ টায় নির্বাচন ভবনের সামনে সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করেন তিনি।

এবার নির্বাচনে ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে এবং এরপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচারে নামবেন।

রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী স্বাক্ষরিত এ সংক্রান্ত নোটিস প্রার্থীর কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না ১৭ জানুয়ারির মধ্যে নিজে বা একজন প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার অফিসে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে হবে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীকে জেল, জরিমানা করারও বিধান রয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh