আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ

মৌসুম এখনও অর্ধেক পথও পেরোয়নি, তবে এর মধ্যেই আগামী মৌসুমের দল গঠনের কাজ শুরু করে দিয়েছে বার্সেলোনা। কাতালান ক্লাবটি ভবিষ্যৎ পরিকল্পনায় আক্রমণভাগ আরও শক্তিশালী করতে চায়, আর সেই লক্ষ্যেই তাদের পছন্দের তালিকার শীর্ষে উঠে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ।

বয়স ও আর্থিক বিবেচনায় রবার্ট লেভানডফস্কির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় আক্রমণভাগে পরিবর্তনের পরিকল্পনা করছে বার্সেলোনা। আগস্টে ৩৮ বছরে পা দেবেন এই পোলিশ স্ট্রাইকার, পাশাপাশি উচ্চ পারিশ্রমিম ও চোটের ঝুঁকিও ভাবাচ্ছে বার্সাকে।

এই বাস্তবতায় আর্জেন্টিনার আক্রমণভাগের অন্যতম নির্ভরযোগ্য নাম আলভারেজকে আদর্শ বিকল্প হিসেবে দেখছেন কোচ হান্সি ফ্লিক ও স্পোর্টিং ডিরেক্টর ডেকো।

যদিও চলতি মৌসুমে আতলেতিকো মাদ্রিদে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেননি আলভারেজ। তবে বার্সেলোনার কর্মকর্তারা মনে করছেন, আলভারেজের খেলার ধরন ক্লাবের পরিকল্পনার সঙ্গে মানানসই।

আলভারেজকে দলে ভেড়ানো অবশ্য সহজ হবে না। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে পেতে বার্সেলোনাকে প্রায় ১০০ মিলিয়ন ইউরো খরচ করতে হতে পারে। ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের ১:১ নিয়মে ফিরতে পারলেই কেবল এমন বড় চুক্তিতে যেতে পারবে ক্লাবটি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh