রাফাহ সীমান্ত সীমিতভাবে খুলতে রাজি ইসরায়েল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ

ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় শেষ জিম্মির মরদেহ উদ্ধার করার পর মিসরের সঙ্গে গাজার রাফাহ সীমান্ত ক্রসিং সীমিতভাবে পুনরায় খুলতে দেবে বলে সোমবার জানিয়েছে ইসরায়েল।

গাজায় ত্রাণ প্রবেশের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার রাফাহ পুনরায় খোলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত গত অক্টোবরের যুদ্ধবিরতি কাঠামোর অংশ। ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধ চলাকালে ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এই ক্রসিং বন্ধ রয়েছে।

সপ্তাহান্তে জেরুজালেমে অনুষ্ঠিত আলোচনায় সফররত মার্কিন দূতরা রাফাহ পুনরায় খোলার জন্য ইসরায়েলি কর্মকর্তাদের ওপর চাপ দিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বিশ্ব নেতারা ও ত্রাণ সংস্থাগুলো বারবার গাজায় আরও বেশি মানবিক সহায়তা বহর প্রবেশের আহ্বান জানিয়েছে। দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজা মারাত্মকভাবে বিধ্বস্ত হয়েছে এবং জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম, খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর প্রবাহের ওপর অঞ্চলটি নির্ভরশীল হয়ে পড়েছে।

জেরুজালেম থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বরাত দিয়ে এএফপি সোমবার জানায়, পূর্ণ ইসরায়েলি তল্লাশি ব্যবস্থার আওতায় কেবল পায়ে হেঁটে চলাচলের জন্য রাফাহ পুনরায় খোলার বিষয়ে সম্মতি দিয়েছে ইসরাইল।

কার্যালয়ের এক্স (সাবেক টুইটার) পোস্টে বলা হয়, এই সিদ্ধান্ত কার্যকর হবে সব জীবিত জিম্মিকে ফিরিয়ে দেওয়া এবং নিহত সব জিম্মির অবস্থান শনাক্ত ও ফেরত দিতে হামাসের শতভাগ প্রচেষ্টার ওপর নির্ভর করে।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, শেষ জিম্মি রান গিভিলির মরদেহ উদ্ধারের লক্ষ্যে তারা রবিবার গাজা উপত্যকার একটি কবরস্থানে তল্লাশি চালিয়েছে।

নেতানিয়াহুর কার্যালয় জানায়, এই অভিযান সম্পন্ন হলে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যা সম্মত হয়েছে তার আলোকে ইসরায়েল রাফাহ ক্রসিং খুলে দেবে।

এই ঘোষণা এমন একসময়ে এলো, যখন গাজার সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসক আলি শাআথ বলেছেন, এ সপ্তাহেই ক্রসিংটি উভয় দিকের চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

গত বৃহস্পতিবার দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে শাআথ বলেন, গাজায় থাকা ফিলিস্তিনিদের কাছে রাফাহ শুধু একটি ফটক নয়— এটি একটি জীবনরেখা এবং সম্ভাবনার প্রতীক।

ইসরায়েলি গণমাধ্যমেও খবর এসেছে যে, যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার জেরুজালেমে বৈঠকের সময় নেতানিয়াহুকে রাফাহ পুনরায় খোলার আহ্বান জানিয়েছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh