লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচন তারেক প্রেসিডেন্ট আক্রাম সেক্রেটারী হান্নান ট্রেজারার নির্বাচিত  

মতিয়ার চৌধুরী,

  • প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ

গতকাল ২৫ জানুয়ারী ২০২৬ লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা–২০২৬ ও কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভা শুরু হয় দুপুর ১২টায় এবং চলে বেলা ২টা পর্যন্ত। এ উপলক্ষে সংশ্লিষ্ট সকল সদস্যরা সকাল ১১টা ৩০ মিনিটে ইষ্ট লন্ডনের  ইম্প্রেশন ইভেন্ট হলে উপস্থিত হন।

দ্বিবার্ষিক সাধারনসভা শেষে ক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এর মধ্যে সাঈম–সালেহ–হান্নান ও তারেক আক্রাম–শাহনাজ—এই দুই অ্যালায়েন্সের পক্ষে লড়ছেন ৩০ জন প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন  আহাদ চৌধুরী বাবু।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ বেলায়েত হোসাইন। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অধ্যাপক শাহগীর বখত ফারুক ও সিরাজুল বাসিত চৌধুরী।

তারেক–আক্রাম–শাহনাজ পরিষদের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে—সভাপতি পদে ব্যরিস্টার তারেক  চৌধুরী, ১৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার প্রতিদন্দি  সায়েম চৌধুরী পেয়েছেন ১৫৫ভোট।  সিনিয়র সহসভাপতি তাইসির মাহমুদ ১৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদন্ধি আব্দুল কাইয়ুম পেয়েছেন ১৫১ভোট।  সহসভাপতি পদে স্বতন্ত্র প্রার্থি আহাদ চৌধুরী বাবু ১৭২ ভোট পেয়ে বিজয় হয়েছেন অন্য দুই প্রতিদন্দি   রেজাউল করিম মৃধা পেয়েছেন ৯৬ভোট এবং সালা উদ্দিন শাহিন ৫১ ভোট।

 জেনারেল  সেক্রেটারি পদে মো. আকরামুল হোসাইন ১৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার প্রতিদন্দি সালেহ আহমদ পেয়েছেন ১৫৮ ভোট।  অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে আব্দুল কাদির চৌধুরী মোরাদ ১৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার প্রতিদন্দি জাকির হোসেন কয়েস  পেয়ছেন ১৩৩ভোট।  ট্রেজারার পদে আব্দুল হান্নান ১৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার প্রতিদন্দি  শাহনাজ সুলতানা পেয়েছেন ১২৪ভোট।  অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার পদে এখলাছুর রহমান পাক্কু ১৭৭ ভোট পেয়ে বিজয়ী তার প্রতিদন্দি মো. ইব্রাহিম খলিল পেয়েছেন ১৪৫ভোট।  ট্রেনিং ও অর্গানাইজিং সেক্রেটারি পদে আলাউর রহমান খান শাহিন ১৬৬ভোট পেয়ে বিজয়ী তার প্রতিদন্দি আফজাল হোসেন পেয়েছেন ১৫৫ ভোট।

মিডিয়া এন্ড আইটি সেক্রেটারী পদে ফয়সল মাহদুদ ১৯০ ভোট পেয়ে বিজয়ী তার প্রতিদন্দি  আব্দুস সত্তার মিশু পেয়েছেন ১৩০ ভোট।  ইভেন্ট ও ফ্যাসিলিটিজ সেক্রেটারি পদে রুপি আমিন  ১৯০ ভোট পেয়ে বিজয় হয়েছেন তার প্রতিদন্দি ড. আনিছুর রহমান আনিছ পেয়েছেন ১৩১ ভোট।   ইসি সদস্য পদে  যারা বিজয়ী হয়েছেন সহিদুর রহমান সুহেল ১৮৯, ফারজানা চৌধুরী ১৬১, এনামিুল হক চৌধুরী ১৬১ লোকমান হোসেন কাজী ১৮১. মোহাম্মদ সরওয়ার হোসেন ২০১ ভোট পেয়েছেন। সদস্য পদে পরাজিত প্রার্থিদের মধ্যে হাসনাত চৌধুরী ৪৮ ভোট মোহাম্মদ আবু তালেব ১০৯ ভোট ,মোঃ সাজু আহমদ ১৩০ ভোট , ফজলে রহমান পিংকু ৯৭ ভোট  ও সৈয়দ রোমাম ৮৬ ভোট পেয়েছেন ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh