বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে আদানি পাওয়ার

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ

কূটনেতিক সম্পর্কে অবনতি হলেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে ভারতীয় কোম্পানি— আদানি পাওয়ার। বুধবার এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

৫ অগাস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে অবনতি ঘটতে থাকে, যার প্রভাব পড়ে দুই দেশের বিদ্যুৎ কেনাবেচার বাণিজ্যেও।

অন্তর্বর্তী সরকারের গঠিত প্যানেলের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে আদানি যে বিদ্যুৎ সরবরাহ করেছে, তার দাম পড়েছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।

কিন্তু সম্পর্কের টানাপড়েন ও দাম নিয়ে ঢাকার অসন্তোষ থাকার মধ্যেও আদানির তরফে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়ে দেওয়ার খবর এল।

দুই দেশের সরকারি নথির বরাতে রয়টার্স বলেছে, ‘ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে ২০২৫ সালে বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ২২৫ কোটি কিলোওয়াট, যা আগের বছরের চেয়ে ৩৮ শতাংশ বেশি।’

সূত্র: বিডি নিউজ

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh