জাতীয় নাগরিক সম্মেলন: দুর্নীতিমুক্ত বাংলাদেশ কনভেনশন ২০২৬ অনুষ্ঠিত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ

“দুর্নীতিকে না বলি-ন্যায় ও সততার বাংলাদেশ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রাজধানীতে অনুষ্ঠিত হলো জাতীয় নাগরিক সম্মেলন: দুর্নীতিমুক্ত বাংলাদেশ কনভেনশন ২০২৬।

নাগরিকদের সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করে সিটিজেন অ্যাগেইনস্ট করাপশন।

সম্মেলনে সভাপতিত্ব করেন সিটিজেন অ্যাগেইনস্ট করাপশন-এর চেয়ারম্যান ইউসুফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা ও মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনটির জেনারেল সেক্রেটারি সালমান মাহমুদ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিচারপতি জয়নুল আবেদীন, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তিনি তাঁর বক্তব্যে বলেন, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে আইনের শাসন, ন্যায়বিচার ও নাগরিক সচেতনতার কোনো বিকল্প নেই। দুর্নীতিকে সামাজিকভাবে অগ্রহণযোগ্য করে তুলতে নাগরিক সমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সভাপতির বক্তব্যে সিটিজেন অ্যাগেইনস্ট করাপশন চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, সিটিজেন অ্যাগেইনস্ট করাপশন কোনো রাজনৈতিক সংগঠন নয়; এটি একটি নাগরিক আন্দোলন। দুর্নীতির বিরুদ্ধে ‘না’ বলার সাহসই পারে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে।

প্রবন্ধ পাঠক সালমান মাহমুদ তাঁর উপস্থাপিত প্রবন্ধে বাংলাদেশের দুর্নীতির প্রেক্ষাপট, এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব এবং নাগরিক প্রতিরোধের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া কোনো অসম্ভব স্বপ্ন নয়-নাগরিকরা সচেতন ও ঐক্যবদ্ধ হলে পরিবর্তন অনিবার্য।

সম্মেলনের শেষপর্বে অংশগ্রহণকারীরা দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh