ধেয়ে আসছে শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’, ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ার উপকূল

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ

সমুদ্রে সৃষ্ট শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’ আঘাত হানতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ার উপকূলীয় এলাকায়। ভয়াবহ এই শীতকালীন ঝড়ের প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব ও মধ্য-আটলান্টিক অঞ্চলে অস্বাভাবিক তুষারপাত, বিধ্বংসী ঝোড়ো হাওয়া এবং উপকূলীয় বন্যার আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার রাত থেকে শনিবারের মধ্যে ঝড়ের প্রভাব শুরু হবে। শনিবার রাত নাগাদ নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ার উপকূলীয় এলাকায় তুষারপাতের সঙ্গে প্রায় হারিকেন-গতির দমকা হাওয়া মিলিত হয়ে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, ঝড়টির গতিপথ যদি উপকূলের আরও কাছাকাছি আসে, তবে সপ্তাহান্তে নিউ ইংল্যান্ডের উপকূলীয় অঞ্চল—বিশেষ করে পূর্ব ম্যাসাচুসেটসেও—তীব্র তুষারপাত ও প্রবল বাতাসের প্রভাব পড়তে পারে।

আবহাওয়াবিদদের মতে, শুক্রবার রাতে নর্থ ক্যারোলাইনার উপকূলের কাছে ঝড়টির সৃষ্টি হবে এবং শনিবার দ্রুত উত্তরমুখী হয়ে শক্তি সঞ্চয় করবে। আবহাওয়াবিদ্যার পরিভাষায় এ প্রক্রিয়াকে ‘বোম্বোজেনেসিস’ বলা হয়। এর ফলে প্রচণ্ড ঠান্ডা বাতাস দক্ষিণের দিকে নেমে আসবে, যার প্রভাবে এমন সব এলাকাতেও তুষারপাত হতে পারে যেখানে সাধারণত শীতকালীন আবহাওয়া খুব একটা দেখা যায় না।

এদিকে দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রে প্রায় ২ কোটি ৮০ লাখ মানুষ শীতকালীন ঝড় সংক্রান্ত সতর্কতা ও সতর্কবার্তার আওতায় রয়েছে। এর মধ্যে জর্জিয়ার উত্তরাংশ, ক্যারোলাইনা অঞ্চল এবং দক্ষিণ ভার্জিনিয়া উল্লেখযোগ্য। এসব এলাকার অনেক অংশ এখনো গত সপ্তাহের প্রাণঘাতী শীতকালীন ঝড়ের ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh