নতুন নেতৃত্বের মাধ্যমে পরিবর্তনের আহ্বান গোলাম পরওয়ারের

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ

পুরনো রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে নতুন নেতৃত্বের মাধ্যমে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার (৩১ জানুয়ারি) চাঁদপুরের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা অতীতে রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাদের দিয়ে আর পরিবর্তন আসবে না। জনগণ এখন নতুন নেতৃত্ব ও নতুন রাজনীতি প্রত্যাশা করছে। দুর্নীতিবাজ ও সহিংস রাজনীতির ধারাবাহিকতায় দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।

তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতি দিয়ে দেশ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মাধ্যমেই দেশে প্রকৃত পরিবর্তন সম্ভব।

জনসভা থেকে তিনি আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি ‘হ্যাঁ’ গণভোটে সমর্থন জানানোর আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য দেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh