সিরাজগঞ্জে জনসভা মঞ্চে তারেক রহমান

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ

সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে নির্বাচনি জনসভার মঞ্চে উঠেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টায় তিনি মঞ্চে উঠলে নেতা-কর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানায়।

তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে উঠে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

এদিন বগুড়া থেকে সড়কপথে সিরাজগঞ্জে আসেন বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানকে দেখতে সকাল থেকে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা এবং পাবনা থেকে হাজার হাজার নেতা-কর্মী এই নির্বাচনি সমাবেশে যোগ দেন। বেলা ১২টার মধ্যে সমাবেশস্থল এবং তার পাশপাশের সড়ক কানায় কানায় ভরে যায়।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, তারেক রহমানকে দেখতে সিরাজগঞ্জ ও পাবনার প্রত্যন্ত অঞ্চল থেকে নেতাকর্মীরা এসেছেন। প্রায় দুই দশক পর তারেক রহমানকে তারা খুব কাছের থেকে দেখতে পাচ্ছেন।

এদিন বেলা ২টায় কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।

সমাবেশে সিরাজগঞ্জ ও পাবনার প্রার্থীরা উপস্থিত রয়েছেন। তারা হলেন—সেলিম রেজা (সিরাজগঞ্জ-১), ইকবাল হাসান মাহমুদ (সিরাজগঞ্জ-২), আয়নুল হক (সিরাজগঞ্জ-৩), এম আকবর আলী (সিরাজগঞ্জ-৪), আমিরুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৫), এম এ মুহিত (সিরাজগঞ্জ-৬); শামসুর রহমান (পাবনা-১), এ কে এম সেলিম রেজা হাবিব (পাবনা-২), হাসান জাফির তুহিন (পাবনা-৩), হাবিবুর রহমান হাবিব (পাবনা-৪) ও শামছুর রহমান শিমুল বিশ্বাস (পাবনা-৫)।

সবশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান।

উত্তরাঞ্চলের তিন দিনের সফরে বৃহস্পতিবার রাজশাহী আসেন তারেক রহমান। মাদ্রাসা মাঠে নির্বাচনি সমাবেশের পর নওগাঁর এটিম মাঠ এবং বগুড়ার আলফাতুন্নেসা খেলার মাঠে সমাবেশ করেন বিএনপি চেয়ারম্যান। দ্বিতীয় রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর রংপুরের কলেক্টরেট ঈদগাহ মাঠে সমাবেশ করেন তারেক। তৃতীয় দিন শনিবার সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে জনসভার শেষে তিনি ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের চরজানা বাইপাস এলাকায় নির্বাচনি সমাবেশ করবেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh