সব
শফিকুল ইসলাম, লন্ডন,
রাজধানীর পাঁচ তারকা মানের ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে গত বুধবার সন্ধ্যায় এক জাঁকজমকপূর্ণ ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিং বিজনেস ডিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজক ছিলেন ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের প্রতিষ্ঠাতা ও বিবিসিসি আই এর অন্যতম পরিচালক মুসলেহ আহমেদ। হোটেলটির মনোরম রুফটপ গার্ডেনে আয়োজিত এই ডিনারে আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ, কৌশলগত আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একটি সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ, যুক্তরাজ্য, কানাডা, গ্রিস এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী, বিনিয়োগকারী ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ উপস্থিতি বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পৃক্ততা এবং প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব জনাব হুমায়ুন কবির। তিনি তার বক্তব্যে বলেন, বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় আন্তর্জাতিক নেটওয়ার্কিং এবং প্রবাসী উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাণিজ্য, বিনিয়োগ ও জ্ঞানভিত্তিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক সম্ভাবনাকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারে।
তিনি আরও বলেন, সরকার ও বেসরকারি খাতের পারস্পরিক সহযোগিতা জোরদার হলে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। বিশেষ করে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা ও বৈশ্বিক সংযোগ কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। এ ধরনের আন্তর্জাতিক নেটওয়ার্কিং উদ্যোগ ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কটল্যান্ডে বাংলাদেশের সম্মানিত অনারারি কনসাল জেনারেল ও ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (EBFCI)-এর সভাপতি এবং বিবিসিসিআই’র ডাইরেক্টর ড. ওয়ালি তাসার উদ্দিন এমবিই। তিনি ইউরোপ ও বাংলাদেশের ব্যবসায়িক মহলের মধ্যে কাঠামোবদ্ধ, ধারাবাহিক ও ফলপ্রসূ যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে EBFCI-এর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BBCCI) এবং ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (EBFCI)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অন্যানের মধ্যে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মহিব চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মোমিন, বিশিষ্ট ব্যবসায়ী মেসবাহ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী টিংকুসহ আরও অনেকে।
অনুষ্ঠানজুড়ে অংশগ্রহণকারীরা বিনিয়োগ সম্ভাবনা, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, পর্যটন ও হসপিটালিটি খাতের উন্নয়ন এবং ভবিষ্যৎ পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করেন। সৌন্দর্যমণ্ডিত সাংস্কৃতিক পরিবেশে আয়োজিত এই মিলনমেলা পারস্পরিক সম্পর্ক জোরদার এবং নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।সফলভাবে অনুষ্ঠানের আয়োজনের জন্য অতিথিবৃন্দ সন্তোষ প্রকাশ করেন এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট কতৃপক্ষ কে ধন্যবাদ জানান।