ফিফা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি বাংলাদেশের

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৫, ১০:০৯ অপরাহ্ণ

২০২৭ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করায় ফিফা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৮৫তম স্থান থেকে ১৮৩তম স্থানে উন্নীত হয়েছে টিম বাংলাদেশের।

২০২৪ সালের ফেব্রুয়ারির পর যা সর্বোচ্চ। ১৯৯৬ সালে বাংলাদেশ সর্বোচ্চ ১১০ নম্বরে ছিল। আর ২০১৮ সালে সর্বনিম্ন ১৯৭ নম্বর পর্যন্ত পৌঁছেছিল বাংলাদেশ। ফিফার সর্বশেষ র‌্যাংকিং হালনাগাদে ৫.৩৫ পয়েন্ট বেড়েছে বাংলাদেশের।

হামজা চৌধুরীর অভিষেকের ম্যাচে জয়ের দারুণ সুযোগ থাকলেও শেষ পর্যন্ত ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে রুখে দিয়ে পয়েন্ট বেড়েছে ৫.৩৫। মোট ৯০৪.১৬ পয়েন্ট এখন বাংলাদেশের। অন্যদিকে এক ধাপ পিছিয়ে ভারতের অবস্থান এখন ১২৭ নম্বরে।

২০২৪ সালের ডিসেম্বরের র‍্যাঙ্কিং প্রকাশের পর থেকে বিশ্বব্যাপী ২৪৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে আফ্রিকা, এশিয়া, ওশেনিয়া এবং দক্ষিণ আমেরিকার দলগুলো ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে প্রতিদ্বন্দ্বিতা করেছে। কনকাকাফ ও উয়েফা অঞ্চলের দলগুলো নিজ নিজ নেশন্স লিগ ও প্রীতি ম্যাচে অংশ নিয়েছে, যার ফলে র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

সবমিলিয়ে চলতি মাসে নানা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচের ফলে বেশ কয়েকটি দলই র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছে। যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা, যারা গুরুত্বপূর্ণ দুটি জয় পেয়েছে-উরুগুয়ের মাঠে ১-০ এবং ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে ৪-১ ব্যবধানে।

তবে নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্পেন। যারা ফ্রান্সকে তৃতীয় স্থানে ঠেলে দিয়েছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ফরাসিদের হারের সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে স্প্যানিশরা। আর ইংল্যান্ড চতুর্থ এবং ব্রাজিল শীর্ষ পাঁচে অবস্থান ধরে রেখেছে।

এছাড়া, পর্তুগালকে সাতে ঠেলে নেদারল্যান্ডস এক ধাপ এগিয়ে ষষ্ঠ উঠে এসেছে। বেলজিয়াম অষ্টম, ইতালি নবম এবং জার্মানি দশম স্থানে থেকে নিজেদের শীর্ষ দশের অবস্থান বজায় রেখেছে। ক্রোয়েশিয়া দুই ধাপ এগিয়ে একাদশ স্থানে আছে। মরক্কোও এগিয়েছে দুই ধাপ। দ্বাদশ স্থানে থেকে শীর্ষ পর্যায়ের তালিকায় প্রবেশের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে দলটি।

তবে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে মিয়ানমার। সাত ধাপ এগিয়ে ১৬২তম স্থানে আছে তারা, যারা এই মাসে সর্বোচ্চ অগ্রগতি অর্জন করেছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh