গাজায় ইসরায়েলি হামলার নিন্দা বাংলাদেশ সরকারের

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ

গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি বাহিনীর হামলা এবং সাধারণ মানুষের উপর নির্যাতনের ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সোমবার এক সরকারি বিবৃতিতে বলা হয়, একতরফা যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইসরায়েলের চালানো আক্রমণে বহু নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের সহিংসতা আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং বিদ্যমান চুক্তির প্রতি অসম্মান।

বাংলাদেশ সরকার ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলি হামলার কড়া প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সামরিক কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে। একইসাথে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের কাছে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর পথ উন্মুক্ত করতে জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

বাংলাদেশ পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh