খালেদা জিয়া এবং বিএনপির কাছে যে আশা সারজিসের

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৬ মে ২০২৫, ৬:০২ অপরাহ্ণ

জুলাইয়ের গণআন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগ ও গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার দল জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আপোষহীনভাবে গণতন্ত্র রক্ষার পথে এগিয়ে যাবেন, এমন প্রত্যাশা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

মঙ্গলবার (৬ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।

দীর্ঘ চিকিৎসা শেষে খালেদা জিয়ার লন্ডন থেকে দেশে ফেরার পর তাকে স্বাগত জানিয়ে সারজিস আলম লিখেছেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে ফিরে আসার জন্য আন্তরিক স্বাগত। আমরা বিশ্বাস করি, তিনি জুলাইয়ের অভ্যুত্থানে রক্তদানকারী ছাত্র-জনতার আদর্শ ও আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশের গণতন্ত্র রক্ষায় আপোষহীন ভূমিকা পালন করবেন এবং জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রাখবেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।”

প্রসঙ্গত, চার মাস লন্ডনে চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া আজ সকালেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বেলা ১১টার দিকে তিনি গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা দেন। এ সময় তাকে শুভেচ্ছা জানাতে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh