গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে ৫ অভিযোগ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ মে ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ণ

জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে।

সোমবার (১২ মে) সকাল ১০টা ৫৫ মিনিটে তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর ও তদন্ত কর্মকর্তারা চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন হস্তান্তর করেন।

তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে আন্দোলন দমনে উসকানিমূলক বক্তব্য প্রদান, গুলি চালানোর নির্দেশ প্রদান, রাষ্ট্রীয় বাহিনীকে অতিরিক্ত বলপ্রয়োগে উৎসাহ দেওয়া, আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে আখ্যায়িত করা এবং সহিংসতার পক্ষে রাজনৈতিক অবস্থান গ্রহণ করা।

তদন্ত সংস্থা জানিয়েছে, জুলাই গণহত্যায় সরাসরি ‘নির্দেশনা ও উসকানির’ প্রমাণ পাওয়া গেছে শেখ হাসিনার বিরুদ্ধে। এটি তার বিরুদ্ধে এ বিষয়ে প্রথম আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন।

এর আগে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ তদন্ত দ্রুত সম্পন্নের নির্দেশ দেয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ ২০ এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করার সময়সীমা নির্ধারণ করেছিল।

আদালতে প্রসিকিউশনের পক্ষে সেদিন শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম। তার আবেদনের প্রেক্ষিতে আদালত তদন্তের সময়সীমা নির্ধারণ করে দেয়।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh