স্ত্রী-কন্যাসহ নানকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ মে ২০২৫, ৬:২০ অপরাহ্ণ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু নার্গিস এবং মেয়ে এস আমরীন রাখীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

বুধবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের উপপরিচালক মনিরুজ্জামান এই তিনজনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে বলা হয়, নানক ও তার পরিবারের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। তারা দেশত্যাগের চেষ্টা করছেন, যা তদন্ত কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে। তাই তাদের দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা প্রয়োজন।

এর আগে টেলিকম খাতের মাধ্যমে ২৬০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে নানক, তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

মামলার এজাহারে বলা হয়, সৈয়দা আরজুমান বানু ও এস আমরীন রাখি রাতুল টেলিকম লিমিটেডের চেয়ারম্যান ও পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে প্রায় ৩ কোটি ৩২ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৫৯ কোটি ৬২ লাখ টাকার সমান, বিদেশে পাচার করেছেন।

অভিযোগে আরও বলা হয়, এমপি ও মন্ত্রী থাকাকালে জাহাঙ্গীর কবির নানক তার প্রভাব খাটিয়ে স্ত্রী ও মেয়েকে এই অবৈধ কার্যক্রমে সহায়তা করেন, যা দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh