সাম্য হত্যার বিচার দাবি: বৃষ্টি উপেক্ষা করেই ছাত্রদলের সড়ক অবরোধ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ মে ২০২৫, ১:৫০ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়ক পর্যন্ত বৃষ্টি উপেক্ষা করে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল।

বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

 

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হচ্ছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এ অবস্থান কর্মসূচি। এতে রাজধানীর ব্যস্ততম এ এলাকার সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটেছে, সৃষ্টি হয়েছে যানজট। ফলে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

ছাত্রদল জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে মূল আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এর আগে বুধবার ছাত্রদলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। সেখানে মামলার তদন্তে গাফিলতির অভিযোগ তুলে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh