মেঘনা গ্রুপের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ মে ২০২৫, ৮:৪২ পূর্বাহ্ণ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সংশ্লিষ্ট হিসেবে নাম আসা মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব মঙ্গলবার এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম আদেশের এ তথ্য দেন।

দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মো. মনিরুল ইসলাম আদালতে এ আবেদন করেন। এতে মেঘনা গ্রুপ ও একাত্তর মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞা চান তিনি। বেসরকারি স্যাটেলাইট টিভি স্টেশন ৭১ টিভিতে অংশীদারত্ব রয়েছে একাত্তর মিডিয়া লিমিটেডের।

আদালতে দুদকের আবেদনে বলা হয়, সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুল ও অন্যান্যদের বিরুদ্ধে নানা ’অনিয়ম ও দুর্নীতির’ মাধ্যমে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এ অভিযোগে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর ট্রাস্টি সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের অভিযোগের অনুসন্ধান চলছে।

আবেদনে বলা হয়, এ ঘটনায় অভিযোগ সংশ্লিষ্ট মোস্তফা কামাল স্বপরিবারে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তিনি দেশত্যাগ করলে অভিযোগের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ যাওয়া বন্ধ করা প্রয়োজন বলে আবেদনে তুলে ধরা হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh