সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরো ৬৮ জনকে পুশইন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ মে ২০২৫, ২:৫৮ অপরাহ্ণ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে নারীও শিশুসহ আরো ৬৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)।

বুধবার (২৮ মে) ভোর রাতে সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর এবং সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়।

আজ সকালে বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুশইনকৃতদের ৬৮ জনের মধ্যে ১৮ জন পুরুষ, ২২ জন নারী ও ২৮ জন শিশু রয়েছেন। তাদের বাড়ি কুড়িগ্রাম, যশোর ও বাগেরহাট এলাকায়। তাদের সবাইকে আটক করেছে বিজিবির টহল দল।

বিজিবি জানায়, ৪৮ বিজিবির অধীনস্ত তিনটি সীমান্ত দিয়ে কয়েকটি গ্রুপে বুধবার রাত আনুমানিক সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে ৬৮জনকে পুশইন করেছে বিএসএফ। এরম ধ্যে সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ঝিংগাবাড়ি নামক স্থান হতে পুশইন করা ৬টি পরিবারের ২০জন সদস্যকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে ৬ জন পুরুষ, ৭জন মহিলা ও ৭ জন শিশু। আটক সকলের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

অন্যদিকে বিজিবির অপর একটি টহল দল সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপির অন্তর্গত জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল সংলগ্ন এলাকা থেকে আরো ৩২ জনকে আটক করা হয়। আটকরা ৫টি পরিবারের সদস্য। তাদের মধ্যে ৭ জন পুরুষ, ১০ জন মহিলা ও ১৫ জন শিশু রয়েছেন। আটকৃতদের মধ্যে কুড়িগ্রামের ১৯ জন, যশোরের ০৯ জন ও বাগেরহাটের ৪ জন।

তা ছাড়া সুনামগঞ্জ জেলার নোয়াকোট বিওপির অন্তর্গত ছনবাড়ি নামক স্থান আরও ৫ পরিবারের ১৬ জনকে আটক করেছে বিজিবি। তাদেরকেও বিএসএফ পুশইন করেছে। আটকদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন মহিলা ও ৬ জন শিশু রয়েছেন। তাদের সকলের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, ৪৮ বিজিবির আওতাধীন সিলেটের তিনটি সীমান্ত এলাকা দিয়ে কয়েকটি গ্রুপে ৬৮ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের সকলকেই সীমান্ত এলাকা থেকে আটক করেছেন বিজিবির টহল দল। আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh