দলীয় শৃঙ্খলার বাইরে কিছু করলে সংগঠন তার দায় নেবে না: জামায়াত আমির

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ মে ২০২৫, ৩:৫৪ অপরাহ্ণ

দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার (২৯ মে) ফেসবুকে নিজের ভ্যারিফায়েড পেজে ‘দলীয় সহকর্মীদের উদ্দেশে’ এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

“এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেয়া হবে না – ব্যক্তি তিনি যেই হোন না কেন,” যোগ করেন মি. রহমান।

তিনি সবাইকে দলের ‘শৃঙ্খলা, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির’ প্রতি আনুগত্য বজায় রেখে কাজ করার আহ্বানও জানান।

শফিকুর রহমান তার পোস্টে অবশ্য কোনো প্রেক্ষাপট উল্লেখ করেননি।

মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম খালাস পাওয়ার প্রতিবাদে গত দুদিনে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে কয়েকটি সংগঠন। সেসব বিক্ষোভে হামলার ঘটনা ঘটে। যার সঙ্গে জামায়াত ও শিবির কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh