ট্রাম্পের শুল্ক পুনর্বহাল করলেন যুক্তরাষ্ট্রের আপিল আদালত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩০ মে ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২ এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। ছবি : এএফপি
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আদেশকে ক্ষমতা-বহির্ভূত ঘোষণা করার একদিন পরই সেই আদেশ স্থগিত করেছেন দেশটির ফেডারেল আপিল আদালত।

আপাতত শুল্ক আবার চালু থাকবে বলে জানিয়েছেন এই আদালত। বৃহস্পতিবার (২৯ মে) ওয়াশিংটনের ফেডারেল সার্কিট কোর্ট অব আপিলস এক জরুরি আদেশে এই রায় দেন।

শুক্রবার (৩০ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, আদালতের আদেশে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, তবে মামলার বাদী পক্ষকে ৫ জুনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। ট্রাম্প প্রশাসনের পক্ষে যুক্তি দেওয়া হয়, শুল্ক স্থগিত হলে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। আপিল আদালত এই যুক্তির ভিত্তিতে প্রাথমিকভাবে শুল্ক চালু রাখার সিদ্ধান্ত নেয়।

হোয়াইট হাউজ আদালতের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেন, আমরা যদি কোনো শুল্ক মামলায় হেরে যাই, তাহলে অন্য পথ খুঁজে বের করব।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh