আইপিএলের চাইতে টেস্ট পাঁচ ধাপ এগিয়ে : কোহলি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ জুন ২০২৫, ৮:১২ অপরাহ্ণ

বরাবরই টেস্টের প্রতি নিজের ভালোবাসা, ভালোলাগার কথা জানিয়েছেন বিরাট কোহলি। আরও একবার ক্রিকেটের আদি সংস্করণের প্রতি অগাধ সম্মান দেখালেন এই তারকা ব্যাটার। তার মতে, আইপিএলের শিরোপা জেতার মুহূর্ত টেস্টের চেয়ে পাঁচ ধাপ এগিয়ে।

পাঞ্জাব কিংসকে ৬ রানের হারিয়ে সদ্য সমাপ্ত আইপিএলের শিরোপা জিতেছে কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটিতে এটা কোহলির প্রথম শিরোপা। আইপিএল শিরোপা উঁচিয়ে ধরার পর কোহলি বলেন, ‘আইপিএলে শিরোপা জেতা আমার ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলোর মধ্যে একটি। এরপরও আমি বলব এটা টেস্ট ক্রিকেটের চেয়ে পাঁচ ধাপ পিছিয়ে থাকবে। টেস্ট ক্রিকেটের মূল্যায়ন আমার কাছে এমনই। আমি টেস্ট ক্রিকেটকে এতোটাই ভালোবাসি।’

সাবেক ভারতীয় অধিনায়ক আরও বলেন, ‘তরুণ ক্রিকেটারদের বলব তোমরা টেস্টকে শ্রদ্ধা করো। কারণ এই সংস্করণে ভালো খেলতে পারলে তুমি যেখানেই যাবে মানুষ তোমার সঙ্গে করমর্দন করতে চাইবে। আর বলবে, তুমি ক্রিকেটটা ভালো খেলছো।’

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh