যুক্তরাজ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের এজিএম ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ::,

  • প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ১২:০২ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বৈশাখী উৎসব বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

শনিবার (১৪ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের চেয়ার অধীর রঞ্জন দাস এবং পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ মিল্লাত। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা প্রাণবন্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রমে বিশেষ অবদানের জন্য রহমান জিলানি, মোহাম্মদ এনামুল হক, আব্দুল আউয়াল, অধীর দাস, ড. সিরাজ চৌধুরী, অজিত সাহা, কাউন্সিলর সায়মা আহমেদ, বুলবুল হাসান, আশরাফ জামান, আসাবুল হোসেন, ব্যারিস্টার ইসরাত জাহান পল্লবী, ডা. ডাম্বেল বিশ্বাস এবং মোহাম্মদ খালেদ মিল্লাত-কে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মো. রেজাউল করিম চুন্নু।

বৈশাখী উৎসবের অংশ হিসেবে প্রাক্তন শিক্ষার্থী ও অতিথি শিল্পীরা পরিবেশন করেন গান, আবৃত্তি, ফ্যাশন শো ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানটি প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধনকে আরও গভীর ও অর্থবহ করে তোলে বলে অভিমত দেন অংশগ্রহণকারীরা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh