ইসরায়েলের ‘পক্ষ’ নিলো জি-৭ জোট

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ১:০৫ অপরাহ্ণ

ইরান-ইসরায়েল সংঘাত ইস্যুতে কানাডায় চলমান সম্মেলনে বিবৃতি দিয়েছে উন্নত সাত দেশের জোট জি-৭। বিবৃতিতে তারা কার্যত ইসরায়েলের পক্ষ নিয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

জি-৭ নেতারা বলেছেন, ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং আমরা তাদের নিরাপত্তার প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি।’ একই সঙ্গে ইরানকে আঞ্চলিক অস্থিতিশীলতা ও সন্ত্রাসের প্রধান উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারে না এবং সংকট নিরসনে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।

জি-৭ জোটের সদস্য রাষ্ট্রগুলো হলো—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি ও জাপান।

ইরান-ইসরায়েল সংঘাত এখন পঞ্চম দিনে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই উত্তেজনা দ্রুত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়তে পারে।

এদিকে, বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালায় ইসরায়েল। এতে সম্প্রচার বন্ধ হয়ে গেলেও পরে তা পুনরায় চালু হয়।

শুক্রবার ভোরে ইসরায়েল আকস্মিক হামলা শুরু করে, জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানে নিহত হয়েছেন দুই শতাধিক মানুষ, যাদের মধ্যে আছেন সামরিক কর্মকর্তা, কমান্ডার এবং ১১ জন পরমাণুবিজ্ঞানী। অন্যদিকে, ইরানের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত ২০ জন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh