২৪ ঘণ্টায় ১৩ জনের করোনা শনাক্ত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ৮:২৪ অপরাহ্ণ

দেশে আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ৮টা থেকে রবিবার (২৯ জুন) সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩০৮টি নমুনা পরীক্ষা করা হয়। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৪ দশমিক ২ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের। এর মধ্যে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন ২২ জন। এছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে রোগী শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ৯৩ জন। এর মধ্যে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫৮৪ জন শনাক্ত হয়েছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh