একদিনে রেকর্ড ৪২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১ জুলাই ২০২৫, ৫:২৯ পূর্বাহ্ণ

৩০ জুন ২০২৫ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত একদিনে ৪২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ ভর্তি সংখ্যা।

বরিশাল বিভাগে ১৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশন এলাকার বাইরে) ৬১ জন, ঢাকা উত্তর সিটিতে ৪২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৫ জন, খুলনা বিভাগে ২১ জন এবং রাজশাহী বিভাগে ৫৪ জন রোগী নতুন ভর্তি হয়েছেন।

গত একদিনে সারা দেশে ৩৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১০,২৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ডেঙ্গুতে ৪২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সতর্ক করে বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা অবলম্বন জরুরি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh