বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা: অগ্রগতি ও সহযোগিতার আশ্বাস

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ জুলাই ২০২৫, ২:৩৩ অপরাহ্ণ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্কসংক্রান্ত আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। বৃহস্পতিবার (বাংলাদেশ সময় রাত ৯টা) ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) অ্যাম্বাসাডর জেমিসন গ্রিয়ার। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও শুল্ক বিষয়ক নানা দিক নিয়ে আলোচনা হয়। আলোচনায় বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফাইজ আহমেদ তায়েব। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএসটিআরের পাশাপাশি কৃষি, শ্রম, পরিবেশ, ট্রেজারি, উদ্ভাবন ও বিনিয়োগ বিষয়ক বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারাও অংশ নেন।

বাংলাদেশ সময় আজ রাত ৯টায় শুল্ক নিয়ে আরেক দফা বৈঠকের কথা রয়েছে। তিন দিনের এ আয়োজনের চূড়ান্ত আলোচনা সেশনটি হবে এটি।

এর আগে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানিকৃত পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। বাংলাদেশসহ ১৪টি দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন তিনি। ঘোষণায় বলা হয়, আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপরও ওই শুল্ক কার্যকর হবে।

এই প্রেক্ষাপটে, শুল্ক সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করে বাংলাদেশ। আলোচনায় অংশ নেয়া প্রথম দেশগুলোর একটি বাংলাদেশ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh