হারের শঙ্কা নিয়ে মধ্যাহ্ন বিরতিতে ভারত

স্পোর্টস ডেস্ক,

  • প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ৭:৩৯ অপরাহ্ণ

লর্ডস টেস্টে হারের শঙ্কায় পড়েছে ভারত। হারের শঙ্কা নিয়ে পঞ্চম দিনের প্রথম সেশনের খেলা শেষ করেছে শুবমান গিলের দল।

প্রথম সেশন শেষে ৮ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১১২ রান। জয়ের জন্য আরো ৮১ রান দরকার সফরকারী দলের। অন্যদিকে ইংল্যান্ডের দরকার ২ উইকেট। ১৭ রান নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নামবেন রবীন্দ্র জাদেজা। ভারতের পতন হওয়া ৮ উইকেটের মধ্যে তিনটাই নিয়েছেন জোফরা আর্চার। এছাড়া বেন স্টোকস ও ব্রাইডন কার্স দুটি করে উইকেট নেন।

ইংল্যান্ডের দেওয়া ১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষ বিকেলেই ৪ উইকেট হারায় ভারত। পঞ্চম তথা শেষ দিনের শুরুতেও সফরকারী দলের ব্যাটিং বিপর্যয় অব্যাহত ছিল। দিনের শুরুতেই ২৪ রান যোগ করতেই সফরকারীরা হারায় তিন উইকেট।

এর আগে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ১৯২ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে ভারত। এরপর ব্যাটিংয়ে নেমে ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে শুবমান গিলের দল। ভারতের হয়ে ৬ চারের সাহায্যে ৩৯ রান করেন লোকেশ রাহুল। ১৪ রান আসে করুন নায়ারের ব্যাট থেকে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh