সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর সম্মাননা পেলেন গোলাপগঞ্জের দিলওয়ার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫, ১০:০৫ অপরাহ্ণ

জমকালো আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩১ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান ১৫ জুলাই লন্ডনের পামট্রি হলে অনুষ্ঠিত হয়েছে।

সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও ও টিভির চীফ পেট্রন বিবিসিসিআইর সাবেক প্রেসিডেন্ট সাঈদুর রহমান রেনু জেপি’র সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রেডিও টিভি ফাউন্ডার মিছবাহ জামাল ও চানেল এস সিনিয়র নিউজ প্রেজেন্টোর ও এডিটর রুপি আমিন।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন বরা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার সলুক আহমদ।

অনুষ্ঠানে বৃটেনের বাংগালী কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য গোলাপগঞ্জ সোস্যাল এন্ড কালচারাল ট্রাষ্ট ইউকে সভাপতি মোঃ দিলওয়ার হোসেন কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও আরো বিবিন্ন কেটাগরিতে মোট ৩৫ গুনীজনকে সম্মাননা প্রদান করা হয়।

রেডিও ও টিভির পক্ষে সকলকে সম্মাননা সাটিফিকেট তুলে দেন স্পীকার কাউন্সিলার সলুক আহমেদ, চানেল এস চেয়ারমান আহমদ উস সামাদ চৌধুরী জেপি, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট ও রেডিও টিভির চীফ এডভাইজার মহিব চৌধুরী, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও ও টিভির চীফ পেট্রন বিবিসিসিআইর সাবেক প্রেসিডেন্ট সাঈদুর রহমান রেনু জেপি ও মিছবাহ জামাল।

স্বেচ্ছাসেবী সংগঠন আব্দুর রহমান মেমোরিয়েল ট্রাস্টের প্রতিস্টাতা সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন মোঃ দিলওয়ার হোসেন, এছাড়াও গোলাপগজ্ঞ এডুকেশন ট্রাস্ট ইউকে, গোলাপগজ্ঞ হ্যাল্পিং হ্যান্ড ইউকে’র সাবেক সহ সভাপতি ছিলেন।

তিনি এলাকার অসহায় প্রতিবন্ধীদের শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করা, জমি ক্রয় কাঠামো নির্মাণ, ভূমিহীন, দুঃস্থ ও গবীর এবং প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের ত্রাণ ও পুনবাসন এর ব্যবস্থা করা ও বিভিন্ন কাযক্রম গ্রহণ করা সহ সরকারী, বেসরকারী সংস্থা, দাতা সংস্থার সহিত সহযোগিতা করা এবং দেশের যুব উন্নয়নের জন্য খেলা-ধুলা ও বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।

বিশেষ করে ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমণের সংকট কালীন সময়ের শুরু থেকে অসহায়, দুঃস্থ, কর্মহীন, শিশু, প্রতিবন্ধী এবং ঘরবন্দি মানুষের পাশে দাঁড়ানো, কখনো নিজের উদ্যোগে পিপিই, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, নগদ টাকা, শিশু খাদ্য, রান্না করা খাবার, চাল, আটা, আলু’র মতো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সকল কার্যক্রমে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থা ও এলাকাবাসী তাদেরকে সহযোগিতা করে আসছেন। অন্যান্য কয়েকটি সংগঠনের সহায়তায় আব্দুর রহমান মেমোরিয়েল ট্রাস্ট কোভিড-১৯ আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন ও এ্যাম্বুলেন্স সেবা প্রদান কার্যক্রমে ব্যাপক ভূমিকা রেখেছে। এছাড়া আব্দুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ও মিছবাহ মাছুম ফাউন্ডেশনের যৌথ অর্থায়নে পুলিশ বাহিনীর মনোবল বৃদ্ধির জন্য গোলাপগঞ্জ মডেল থানায় একটি জীবাণুনাশক ট্যানেল স্থাপন করে গোলাপগঞ্জ থানায় একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছেন, এই মহামারীতে বিভিন্ন অসহায় রোগীদের চিকিৎসার্থে নগদ অনুদান প্রদান করে চলেছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh