২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৩

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ৬:৩২ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও তিনজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

সোমবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মৃত ব্যক্তি ৫১ থেকে ৬০ বছর বয়সী একজন পুরুষ এবং তিনি চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ সময়ের মধ্যে ১৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ২২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৭ জনের। এর মধ্যে ২০২৫ সালেই মারা গেছেন ২৮ জন। দেশে মোট শনাক্তের সংখ্যা ২০ লাখ ৫২ হাজার ২৪৯ জন, যার মধ্যে ২০২৫ সালে শনাক্ত হয়েছেন ৭০৪ জন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh