বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের অংশগ্রহণে আপাসেনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৫ জুলাই ২০২৫, ৭:৩৩ পূর্বাহ্ণ

স্বনামধন্য চ্যারিটি সংস্থা আপাসেনের উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের অংশগ্রহণে ‘স্পোর্টস ডে’ বা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় এবং আপাসেনের সার্বিক আয়োজনে পূর্ব লন্ডনের মাইল এন্ড লেইজার সেন্টারে আয়োজিত এই ইভেন্টে বিপুল সংখ্যক লার্নার্স বা শিক্ষার্থী অংশ নেন। এতে আপাসেন ছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করে চলেছে এমন ৭টি সংগঠন অংশ নেয়।

এ সময় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর শুলুক আহমেদ, আপাসেন ও আপাসেন ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই, সংস্থাটির চিফ অপারেটিং অফিসার মার্ক ফৌল্ডস এবং আপাসেন টাওয়ার হ্যামলেটস ডে সেন্টারের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে স্পিকার, আপাসেন প্রধান নির্বাহী ও আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া প্রতিযোগীদের মাঝে ট্রফি ও পদক প্রদান করেন।

প্রতি বছর ৩রা ডিসেম্বর, জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক ডিসএবিলিটি ডে উদযাপনের অংশ হিসেবে চ্যারিটি সংস্থা আপাসেন ‘অ্যানুয়াল স্পোর্টস ডে’ বা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে আসছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh