আগামী চার-পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা: মোস্তফা জামাল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ৬:৫৯ পূর্বাহ্ণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ চার-পাঁচ দিনের মধ্যেই ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস—এমনটাই জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

শনিবার (২৬ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত ১৪টি রাজনৈতিক দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মোস্তফা জামাল বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি আগামী চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না।”

উল্লেখ্য, চলমান রাজনৈতিক সংলাপ ও আলোচনা শেষে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার এ পদক্ষেপ দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়া নির্ধারণে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh