জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন সালাহউদ্দিন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১ আগস্ট ২০২৫, ৬:৩১ অপরাহ্ণ

জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আশা করছি, দ্রুত সময়ের মধ্যেই সনদটি স্বাক্ষর হবে।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদরাসায় সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সাক্ষাৎকালে মাদরাসার প্রধান শেখ আহমেদ এবং মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাসেমী উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, ঐকমত্য কমিশনের ৮২৬টি প্রস্তাবের মধ্যে মাত্র ৫১টিতে বিএনপির কিছু পর্যবেক্ষণ আছে, বাকি বিষয়গুলোতে দলটির কোনো দ্বিমত নেই।

তিনি আরও জানান, জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় প্রায় সব প্রক্রিয়াই সম্পন্ন করা হয়েছে।

সৌজন্য সাক্ষাতে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব। এখন শুধু সরকারের পক্ষ থেকে একটি সুস্পষ্ট ঘোষণা প্রয়োজন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh