সব
স্বদেশ বিদেশ ডট কম

অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চের নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড। শনিবার (১৬ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য জানান।
তিনি বলেন, গত শুক্রবার দুপুর ২টায় পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি বাগেরহাট-২ লঞ্চটি জোয়ার-ভাটা ও অন্যান্য কারণে যথা সময়ে ঢাকা পৌঁছাতে দেরি হওয়ায় যাত্রীরা লঞ্চ স্টাফদের সাথে অশোভনীয় আচরণ ও ভাঙচুর করেন। বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষ কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে কোস্ট গার্ডকে অবহিত করে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি নিরাপত্তা প্রদানকারী দল হাই স্পিড বোট যোগে ওই লঞ্চের উদ্দেশ্যে গমন করে।
পরবর্তীতে কোস্ট গার্ডের সদস্যরা লঞ্চের স্টাফ ও যাত্রীদের মাঝে সমঝোতা করার মাধ্যমে শান্তিপূর্ণভাবে যাত্রীদের লঞ্চ ত্যাগ করতে সহায়তা করেন।
তিনি আরো বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।