সাংবাদিকদের ওপর হামলা বা হত্যার বিচার না হওয়ায় তারা অনিশ্চিত জীবনে বসবাস করেন: হাসনাত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৫, ১:৫০ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সাংবাদিকদের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “অনেক পরিশ্রমী সংবাদকর্মীদের সঙ্গে কথা বলে বোঝা যায়, এর পেছনে রয়েছে গভীর কাঠামোগত সংকট। দেশে টেলিভিশনের জন্য আলাদা কোনো আইন না থাকায় সরকার চাইলে যেকোনো সময় চ্যানেল বন্ধ করে দিতে পারে। অনলাইন ও টিভি মাধ্যমে কোনো নির্ধারিত বেতন কাঠামো নেই। ঢাকায় অনেক সাংবাদিক মাসে মাত্র ৮১০ হাজার টাকা পান। আর মফস্বলের অধিকাংশ সাংবাদিক কোনো বেতনই পান না, বরং অনেক সময় আইডি কার্ড পাওয়ার জন্য উলটো টাকা দিতে হয়।

তিনি আরও বলেন, পত্রিকাগুলো এখনও ২০১৩ সালের অষ্টম ওয়েজবোর্ড অনুসরণ করে, যা বাধ্যতামূলক নয়। ফলে অধিকাংশ মালিক তা মানেন না। যেখানে বেতন দেওয়া হয়, সেখানেও ৪৫ মাস বকেয়া থাকা অস্বাভাবিক নয়। চাকরির কোনো নিশ্চয়তা নেই, মালিক চাইলে যেকোনো সময় ছাঁটাই করতে পারেন। সাংবাদিকদের ওপর হামলা বা হত্যার বিচার হয় না, ফলে তারা এক অনিশ্চিত জীবনে বাস করেন।

স্বাধীন সাংবাদিকতার বড় বাধা হিসেবে তিনি রাজনৈতিক ও গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপকে উল্লেখ করেছেন। বিশেষ করে ডিজিএফআই-এর প্রভাব স্পষ্ট। তাদের নির্দেশ না মানলে বিজ্ঞাপন বন্ধ হয়ে যায়, মালিকদের অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমে বাধা সৃষ্টি হয়, এবং সাংবাদিকরা নানা ধরনের হয়রানির মুখোমুখি হন। মালিকরা ক্ষমতার কাছাকাছি থাকতে বাধ্য হন, এবং সাংবাদিকদের দিয়ে সরাসরি রাজনৈতিক দালালি করানো হয়। এছাড়াও কর্পোরেট নেক্সাস, বিশেষ করে বসুন্ধরা গ্রুপের মিডিয়া সন্ত্রাস অনেককেই আত্মসমর্পণে বাধ্য করে। মাফিয়াদের বিরুদ্ধে কথা বললে রিপোর্ট করিয়ে আইডি রেসট্রিক্টেড করা হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh