এনসিপির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সংশয় আছে: আখতার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৫, ৮:১৯ অপরাহ্ণ

আগের সংবিধানে যদি নির্বাচন হয় তা হলে এনসিপি অংশগ্রহণ করবে কি না সংশয় রয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার (২৩ আগস্ট) বাংলামোটরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, সংবিধান বাতিল ও গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে যদি জুলাই সনদ বাস্তবায়ন করা না হয়, জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি। আর জুলাই সনদের কার্যকারিতা নিশ্চিত করতে হলে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। জুলাইয়ের সাধারণ মানুষের চাওয়া পূরণ করতে হলে গণপরিষদ নির্বাচন ছাড়া বিকল্প নেই।

তিনি বলেন, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়নে অনেকেই কেন বাধা দেখছেন সেটা বোধগম্য নয়। আগের সংবিধানে যদি নির্বাচন হয় তা হলে এনসিপি অংশগ্রহণ করবে কি না সংশয় রয়েছে।

আখতার বলেন, সামনের নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। এ কারণে নতুন করে এলএফও (লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার) করতে হবে। যদি নতুন সংবিধানের ব্যাপারে ঐকমত্যের ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি যেকোনো সময় সে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh