সব
স্বদেশ বিদেশ ডট কম

শরীয়তপুরের জাজিরায় খবির সরদার (৫০) নামের এক বিএনপি নেতা ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাদবরকান্দি এলাকার মৃত ইউনূস সরদারের ছেলে এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। অভিযুক্ত ব্যক্তি আলমাস সরদার বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ির সামনে এ হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়রা জানান, সম্প্রতি ভোরে মসজিদের মাইকে আজান ও বয়ান দেওয়ায় ঘুমের ব্যাঘাত হচ্ছে বলে অভিযোগ তুলে ইমামকে হুমকি দেন আলমাস সরদার। বিষয়টি প্রকাশ্যে আসার পর মসজিদ কমিটি প্রতিবাদ জানায় এবং থানায় সাধারণ ডায়েরি করে। এরপর থেকেই তিনি ক্ষিপ্ত ছিলেন।
ঘটনার দিন রাতে খবির সরদারকে বাড়ির সামনে একাধিক ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, নিহতের বুকের ডান পাশে ছুরির আঘাতে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।
মসজিদ কমিটির সভাপতি দানেশ সরদার অভিযোগ করেন, আজান ও বয়ানকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার দাবি করেন, আওয়ামীপন্থী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে খবির সরদারকে হত্যা করেছে।
জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম বলেন, খবির সরদারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।