অবৈধ ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাজ্য

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৫, ২:৪৪ অপরাহ্ণ

আমেরিকার পর এবার যুক্তরাজ্যও অবৈধভাবে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠিয়েছে। সম্প্রতি দেশটি মোট পনেরো বাংলাদেশিকে দেশে ফেরত পাঠায়। তাদের বিরুদ্ধে স্থানীয় অভিবাসন আইন ভঙ্গের অভিযোগ ছিল।

বুধবার গভীর রাতে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে) লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে একটি চার্টার্ড ফ্লাইটে তাদের ঢাকায় পাঠানো হয়। আজ শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে দেশে তাদের পৌঁছানোর কথা রয়েছে।

লন্ডনে বাংলাদেশের হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে জানানো হয়—ফেরত পাঠানোদের মধ্যে ছয়জনের বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট ছিল, তাই তাদের সাক্ষাৎকার নেওয়ার প্রয়োজন হয়নি। এদের মধ্যে তিনজন বৈধ ই-পাসপোর্টধারী হওয়ায় ট্রাভেল পারমিট লাগেনি। বাকি তিনজনের মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকায় নিয়ম অনুযায়ী ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে। অন্য নয়জনের কোনো পাসপোর্ট ছিল না; তাদের জাতীয়তা নিশ্চিত করতে হাইকমিশনের কর্মকর্তারা সাক্ষাৎকার নেন এবং পরে ট্রাভেল পারমিট প্রদান করেন।

হাইকমিশনের কনসুলার শাখা নিশ্চিত করেছে—ফেরত পাঠানোদের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকার বিভিন্ন জেলার মানুষ আছেন। তালিকায় একজন নারীও রয়েছেন।

যুক্তরাজ্য সরকার তাদের নিজস্ব অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়ন করছে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে এ উদ্যোগ নিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অনেক অভিবাসী ভিসার মেয়াদ শেষ হলেও দেশে ফেরেন না। ফলে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই যুক্তরাজ্য তাদের ফেরত পাঠাচ্ছে।

উল্লেখ্য, এর আগে চলতি মাসের দুই আগস্ট যুক্তরাষ্ট্র থেকে এক নারীসহ উনচল্লিশ বাংলাদেশিকে একটি বিশেষ সামরিক বিমানে দেশে ফেরত পাঠানো হয়েছিল।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh