সব
স্বদেশ বিদেশ ডট কম

পাকিস্তান সীমান্তের কাছাকাছি আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৬২২ জনে পৌঁছেছে। আহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর দিয়েছে বিবিসি ও রয়টার্স।
এর আগে আফগানিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) নিহতের সংখ্যা ৫০০ বলে জানিয়েছিল। তালেবান সরকারের বরাত দিয়ে বিবিসি জানাচ্ছে, শুধুমাত্র কুনার প্রদেশেই ‘শত শত মানুষ’ নিহত হতে পারে। পাহাড়ি ও দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে বেশ বেগ পোহাতে হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গতকাল রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প ঘটে। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর অন্তত আরও তিনটি আফটারশক অনুভূত হয়েছে, যার মাত্রা ৪.৫ থেকে ৫.২।
ভূমিকম্পের প্রভাব কেবল কুনার ও নানগারহারে সীমাবদ্ধ নয়; রাজধানী কাবুলে কম্পন অনুভূত হয়, পাকিস্তানের ইসলামাবাদেও কম্পন টের পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে অসংখ্য গ্রাম চাপা পড়ে গেছে। নানগারহার ও কুনার প্রদেশে ১১৫ জনের বেশি আহতকে হাসপাতালে নেয়া হয়েছে।
বৃহৎ ধ্বংসযজ্ঞের কারণে রাস্তাঘাট বন্ধ। উদ্ধারকাজে হেলিকপ্টার ব্যবহৃত হচ্ছে। গুরুতর আহতদের কাবুল বা কাছাকাছি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা আফটারশকের কারণে রাতভর ঘর ত্যাগ করে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন।
তালেবান কর্মকর্তারা দুর্গম এলাকা পৌঁছাতে আন্তর্জাতিক মানবিক সংস্থার সহায়তা চাচ্ছেন। মৃত ও আহতদের যথাযথ চিকিৎসা ও তাত্ক্ষণিক সহায়তা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে রক্তদান কার্যক্রমও চলছে।