ওয়েব সিরিজে নতুনরূপে হাজির হচ্ছেন তামান্না ভাটিয়া

বিনোদন ডেস্ক,

  • প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ণ

জনপ্রিয় বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া এবার হাজির হচ্ছেন ওয়েব সিরিজ নিয়ে। অ্যামাজন প্রাইম ভিডিওর ‘ডু ইউ ওয়ানা পার্টনার’ নামের এই ওয়েব সিরিজে তাকে দেখা যাবে একজন নারী উদ্যোক্তার ভূমিকায়। সিরিজটি আগামী ১২ সেপ্টেম্বর মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মটিতে। এটি পরিচালনা করেছেন কলিন ডি’কুনহা ও অর্চিত কুমার।

১০টা-৫টা চাকরির যান্ত্রিক জীবনে হাঁপিয়ে ওঠে ‘শিখা’ (তামান্না ভাটিয়া) আর ‘অনাহিতা’ (ডায়না পেন্টি)। জীবনের একঘেয়েমি ভেঙে বেরিয়ে আসতে চায় তারা। চাকরি ছেড়ে তাই নতুন কিছু করার সিদ্ধান্ত নেয় দুই বন্ধু। তবে ব্যবসা শুরুর জন্য তারা যে পথ বেছে নেয়, তা একেবারেই ভিন্ন। দুই বন্ধু মিলে পানীয়র ব্যবসা করার পরিকল্পনা করে। তবে সে উদ্যোগের প্রথম দিন থেকেই হাজির হয় নানা বাধা আর বিপত্তি। এ গল্পকে কেন্দ্র করেই তৈরি হয়েছে অ্যামাজন প্রাইম ভিডিওর নতুন ওয়েব সিরিজ ‘ডু ইউ ওয়ানা পার্টনার’। দুই তরুণীর উদ্যোক্তা হয়ে ওঠার সংগ্রাম, মজার সব পরিস্থিতি আর বন্ধুত্বের বন্ধন সব মিলিয়ে তৈরি হয়েছে সিরিজটি।

এ প্রসঙ্গে তামান্না বলেন, ‘পর্দায় আমরা একটি চরিত্রের জার্নি তুলে ধরতে চেয়েছি। আমি মনে করি, দর্শকরাও এই উত্থান-পতনের যাত্রাটা উপভোগ করবেন। এমন কোনো নারী নেই যিনি জীবনের কোনো না কোনো পর্যায়ে অবমূল্যায়নের শিকার হননি। এই সিরিজটি তাদের জন্যই।

এতদিন ছবি বা সিরিজে দুই পুরুষ বন্ধুর ভ্রাতৃত্বের গল্প অনেক দেখানো হয়েছে। এবার দর্শকরা দেখতে পাবেন, দুই নারীর ভিন্ন গল্প, যা হবে একেবারে অন্যরকম অভিজ্ঞতা।

চলতি বছরটা অবশ্য খুব একটা ভালো যায়নি তামান্নার। ২০২৫ সালে তার অভিনীত তেলেগু সিনেমা ‘ওডেলা ২’ সেভাবে ব্যবসায়িক সফলতা পায়নি। এ ছাড়া তাকে দেখা যায় ‘রেইড ২’ সিনেমার আইটেম গানে। তবে এ গানও ‘আজ কি রাত’-এর মতো সাড়া ফেলতে পারেনি। চলতি বছর তামান্না অভিনীত আরও চারটি হিন্দি সিনেমা মুক্তি পাওয়ার কথা। ২০২৩ সালে নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ’ দিয়ে তামান্নার ক্যারিয়ারের ‘দ্বিতীয় ইনিংস’ শুরু হয়। এ সিরিজ দিয়েই দীর্ঘদিনের নিয়ম ভেঙে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন তিনি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh