সব
স্বদেশ বিদেশ ডট কম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল প্রকাশ হতে রাত ১২ টা থেকে ১ টা বাজতে পারে।
কার্জন হল কেন্দ্রের প্রধান ড. এ এস এম মহিউদ্দিন জানিয়েছেন, রাত ১২টার আগে ফলাফল ঘোষণা সম্ভব নয়। সাড়ে ১২টা থেকে রাত ১টার মধ্যে ফল প্রকাশ হতে পারে। তবে কিছু ক্ষেত্রে আরও দেরিও হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
সোমবার সকাল থেকে দিনভর উচ্ছ্বাস-উত্তেজনার মধ্যেই অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। তবে বড় ধরনের কোনো সংঘাত বা সহিংসতা ঘটেনি। বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হয় এবং পাঁচটার দিকে শুরু হয় গণনা।
রিটার্নিং কর্মকর্তারা জানান, অধিকাংশ হলে ইতোমধ্যে আংশিক ভোট গণনা শেষ হয়েছে। হল পর্যায়ের গণনা শেষে কেন্দ্রীয় ভোটের গণনা শুরু হবে। প্রার্থীদের মধ্যে নানা অভিযোগ-পাল্টা অভিযোগ থাকলেও সামগ্রিকভাবে শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে বহু প্রতীক্ষিত এ নির্বাচন।