সিলেটে ছাত্রলীগ কর্মীর ওপর হামলা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ণ

সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করে।

বর্তমানে ওই ছাত্রলীগ কর্মী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসাধীন আছেন।

লাক্কাতুরা ক্রিকেট স্টেডিয়ামের পাশে এ ঘটনা ঘটে। আহত রাহাত হোসেন সিলেট নগরীর বনকলাপাড়া এলাকার বাসিন্দা।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘অজ্ঞাতপরিচয় একদল ব্যক্তি ওই যুবকের ওপর হামলা চালায় বলে খবর পাওয়া গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh