সব
স্বদেশ বিদেশ ডট কম

অন্তর্বর্তী সরকার জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শেখ হাসিনার নামে নেওয়া ‘শেখ হাসিনা স্পেশালাইজড জুট টেক্সটাইল মিল’ প্রকল্প বাতিল করেছে। সাত বছরে প্রকল্পটির বাস্তব অগ্রগতি হয়েছে মাত্র ২ দশমিক ১১ শতাংশ এবং অনুমোদন ছাড়া অতিরিক্ত ব্যয় ধরা পড়ায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এ সিদ্ধান্ত নেয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ৫১৮ কোটি ৮৫ লাখ টাকা। তবে এতদিনে ব্যয় হয়েছে মাত্র ৩৯ কোটি ৮২ লাখ টাকা, যার বড় অংশ ভূমি অধিগ্রহণে।
একনেক-পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “এটি ছিল খুব সুন্দর প্রকল্প, পাট ও তুলার সংমিশ্রণে সাশ্রয়ী সুতা, কাপড় ও পোশাক তৈরির লক্ষ্য ছিল। কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি, শুধু অনুমোদনবিহীনভাবে জমি অধিগ্রহণ করা হয়েছে।”
পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, অনুমোদনের বাইরে প্রায় ২৮ কোটি ২৮ লাখ টাকা অতিরিক্ত ব্যয় করা হয়েছে। আইএমইডি বিষয়টি অনুসন্ধান করবে বলে জানানো হয়েছে।
উপদেষ্টা জানান, ভূমি অধিগ্রহণ যেহেতু সম্পন্ন হয়েছে, তাই অর্থ প্রদান করা হবে এবং জমি সরকারের খাস খতিয়ানে যুক্ত হবে।
এদিন সভায় আরও ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার আধুনিকায়ন, খুলনা পানি সরবরাহ প্রকল্প, সিলেট ওসমানী বিমানবন্দর সম্প্রসারণ, উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প। মোট অনুমোদিত ব্যয় দাঁড়িয়েছে ৮ হাজার ৩৩৩ কোটি টাকা।