প্রিয় বন্ধু জেন গুডঅলের মৃত্যুতে শোকার্ত মুহাম্মদ ইউনূস

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫, ১:৪৯ অপরাহ্ণ

প্রকৃতি সংরক্ষণের অগ্রনায়ক, বিশ্ববিখ্যাত শিম্পাঞ্জি বিশেষজ্ঞ ডেম জেন গুডঅলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি বলেন, “আমার প্রিয় বন্ধু বিশ্ববিখ্যাত প্রাণীবিদ, প্রাইমেট বিশেষজ্ঞ, নৃতত্ত্ববিদ ও পরিবেশ রক্ষাকর্মী ড. জেন গুডঅলের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।”

জেন গুডঅল ইনস্টিটিউট জানিয়েছে, যুক্তরাষ্ট্র সফরে ক্যালিফোর্নিয়ায় অবস্থানকালে বুধবার গুডঅলের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯১ বছর। তার পর্যবেক্ষণ মানুষ ও শিম্পাঞ্জির মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক উন্মোচনে সহায়তা করেছে। তিনি বিশ্বজুড়ে প্রকৃতি সংরক্ষণ প্রকল্পের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন।

ইউনূস তার শোকবার্তায় বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত ড. গুডঅল ছিলেন এক “অবিচল যোদ্ধা।” শান্তি, টেকসই উন্নয়ন, ন্যায়বিচার এবং আমাদের সবার পারস্পরিক সংযুক্তির জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন। তিনি বলেন, “প্রকৃতি হারাল তার অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠস্বর, রেখে গেল আমাদের হৃদয়ে গভীর শূন্যতা। আজ আমি তার অসামান্য অবদান ও অর্জনকে সালাম জানাই; তার কাজ পৃথিবীতে তার শারীরিক অনুপস্থিতির পরও প্রভাব বিস্তার করে যাবে।”

বাংলাদেশের সঙ্গে জেন গুডঅলের দীর্ঘ সম্পর্কের কথাও স্মরণ করেন ইউনূস। তিনি বলেন, “বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু জেন গুডঅল ১৯৯০-এর দশকে গ্রামীণ ব্যাংক সফর করেছিলেন এবং নারীদের ক্ষমতায়নের কাজে গভীর আগ্রহ প্রকাশ করেছিলেন। পরে তিনি আফ্রিকা ও বিশ্বের নানা স্থানে নিজের কাজে গ্রামীণ নীতিমালা অন্তর্ভুক্ত করেন। তিনি আমাদের দেশের ঘনিষ্ঠ বন্ধু হয়ে থেকে গেছেন। জেন আমাকে সবসময় অনুপ্রাণিত করেছেন এবং আমাদের কাজকে মূল্যায়ন করেছেন। তার অসংখ্য বক্তব্যে তিনি আমাদের কাজের কথা বলেছেন, যার মধ্যে সর্বশেষ ছিল ২০২৫ সালের জুন মাসে অনুষ্ঠিত সোশ্যাল বিজনেস ডে কনফারেন্সে প্রদত্ত তার বার্তা।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “তার সমর্থন এবং তিনি আমার ও বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জন্য যে অনুপ্রেরণা ছিলেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। শান্তিতে বিশ্রাম নাও জেন। তোমাকে পৃথিবী গভীরভাবে স্মরণ করবে।”

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh