সব
স্বদেশ বিদেশ ডট কম
দুবাইয়ের ধনীদের জন্য উপযুক্ত পরিবেশ এবং সুবিধার কারণে সারা বিশ্বের বিলিয়নিয়াররা সেখানে বসবাস করে। তবে দুবাইয়ের শীর্ষ ধনী কোনো তেল ব্যবসায়ী, শেখ বা প্রিন্স নন; তিনি রাশিয়ায় জন্ম নেওয়া প্রযুক্তি উদ্যোক্তা পাভেল দুরভ। ৪০ বছর বয়সী এই উদ্যোক্তা টেলিগ্রাম ও ভিকে ডটকমের মাধ্যমে তার সম্পদ অর্জন করেছেন।
পাভেলের মোট সম্পদ ১৭.১ বিলিয়ন ডলার, যা টাকায় ২ লাখ কোটিরও বেশি। তিনি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে জন্মগ্রহণ করেন এবং দর্শন ও ভাষাতত্ত্ব নিয়ে উচ্চশিক্ষা লাভ করেন। পাভেলের বড় ভাই নিকোলাই দুরভ ছিলেন গণিতবিদ ও প্রোগ্রামার; তিনি পাভেলের প্রোগ্রামিং শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
২০০৬ সালে মাত্র ২২ বছর বয়সে পাভেল তৈরি করেন ভিকে ডটকম, যা দ্রুত রাশিয়ার অন্যতম জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কে পরিণত হয়। রাশিয়ার সরকার কর্তৃক ব্যবহারকারীর তথ্য প্রেরণের চাপের কারণে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। ২০১৩ সালে তিনি টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন, যা ব্যবহারকারীর নিরাপত্তা ও গোপনীয়তার কারণে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায়।
পাভেলের চারটি দেশের নাগরিকত্ব আছে—রাশিয়া, ফ্রান্স, সেন্ট কিটস অ্যান্ড নেভিস ও সংযুক্ত আরব আমিরাত। ২০১৭ সাল থেকে তিনি দুবাইতে বসবাস করছেন। পাভেলের অত্যন্ত বিলাসবহুল জীবনধারার মধ্যে রয়েছে জুমেইরাহ দ্বীপপুঞ্জে ১৫ হাজার বর্গফুটের প্রাসাদ, হেলিকপ্টার ও সিপ্লেন। এছাড়া তিনি বিশ্বব্যাপী শতাধিক শিশুর জৈবিক বাবা হিসেবে পরিচিত, যাদেরকে তিনি ‘স্পার্ম ডোনেশনের’ মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন।
ফোর্বস ও টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে, পাভেল দুরভ বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ১৩৭তম স্থানে রয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়, এক্স–এ ২৬ লাখ এবং ইনস্টাগ্রামে ১৬ লাখ ফলোয়ার রয়েছে।