অপহরণ করে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী : ভিডিও বার্তায় শহিদুল আলম

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ১:৫৫ অপরাহ্ণ

ফ্রিডম ফ্লোটিলার অংশ হিসেবে গাজার পথে থাকা কনশেনস জাহাজটির দখল নিয়েছে ইসরায়েলি বাহিনী। সেই জাহাজেই আছেন বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইসরায়েলি হানাদার বাহিনী আমাদের জাহাজে উঠেছে এবং আমাকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও অন্য পশ্চিমা দেশগুলোর সহায়তায় ইসরায়েল যে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে, সে কথা তুলে ধরে সকল কমরেড ও বন্ধুদের ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

শাহিদুল আলম ভিডিও বার্তার ক্যাপশনে লেখেন, ‘আমি শাহিদুল আলম, বাংলাদেশ থেকে একজন ফটোগ্রাফার ও লেখক। যদি আপনি এই ভিডিওটি দেখছেন, তা হলে আমরা সমুদ্রপথে আটকানো হয়েছি এবং আমাকে ইসরায়েলের অভিযান বাহিনী ধরে নিয়ে গেছে, যারা গাজায় গণহত্যা চালাচ্ছে, যার সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা রয়েছে। আমি আমার সমস্ত সাথী ও বন্ধুদের কাছে আবেদন জানাচ্ছি— ফিলিস্তিনের স্বাধীনতার লড়াই চালিয়ে যেতে থাকুন।’

কনশেনস নৌযানটি আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) ও থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি) নৌবহরের অংশ হিসেবে ৩০ সেপ্টেম্বর গাজা অভিমুখে যাত্রা করেছিল।

এর আগে মঙ্গলবার এক পেইসবুক পোস্টে শহিদুল আলম জানিয়েছিলেন, তাদের জাহাজ বুধবার ভোর নাগাদ ‘রেড জোন’ এ পৌঁছাতে পারে।

এর আগেও গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের ৪০টির বেশি ত্রাণবাহী নৌযান ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় ঢোকার চেষ্টা করেছিল। ইসরায়েলি সেনারা সেগুলো দখল করে নেয় এবং জাহাজগুলোতে থাকা চার শতাধিক অধিকারকর্মীকে আটক করে নিয়ে যায়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh