বিশ্ববাজারে তেলের দাম নিয়ে সুখবর

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ

অবশেষে বিশ্ববাজারে কিছুটা কমেছে জ্বালানি তেলের দাম। সপ্তাহের সর্বোচ্চ দরে পৌঁছানোর পর দামে কিছুটা স্বস্তি এলো। গাজায় যুদ্ধবিরতি চুক্তির ফলে ভূরাজনৈতিক উত্তেজনা কমে আসায় ব্যবসায়িক ঝুঁকি হ্রাস পেয়েছে, যার প্রভাব পড়েছে তেলের বাজারে।

শুক্রবার (১০ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ৬৪ দশমিক ৯৮ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২০ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ কমে দাঁড়ায় ৬১ দশমিক ৩১ ডলারে।

এর আগে, গত বুধবার (৮ অক্টোবর) রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা অচল হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়ে এক সপ্তাহে সর্বোচ্চ স্তরে পৌঁছায়। এতে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা জোরালো হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে একটি প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি সই হয়। এর ফলে শুক্রবার কিছুটা স্থিতিশীলতা দেখা যায় তেলের বাজারে, যা দাম কমানোর ক্ষেত্রে সহায়ক হয়েছে।

সূত্র: রয়টার্স

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh