সব
স্বদেশ বিদেশ ডট কম

বেসরকারি খাতের শরীয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করার ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, একীভূত করার ক্ষেত্রে আমানতকারীদের স্বার্থ পুরোটা রক্ষা করা হলেও ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ ২০২৫’ অধ্যাদেশ অনুযায়ী সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি আসেনি।
কমিশন চিঠিতে অধ্যাদেশের ৭৭ ধারা অনুযায়ী দোষীদের বাদ দিয়ে সাধারণ শেয়ারধারকদের স্বার্থ পুরোটা রক্ষা করতে বলেছে।
গত সেপ্টেম্বরের শেষ দিকে পাঠানো চিঠির বিষয়ে বিএসইসির মুখপাত্র আবুল কালাম গণমাধ্যমকে বলেন, “এখানে সাধারণ বিনিয়োগকারীদের কোনো দায় নেই। সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় আইন অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করা হবে।”
গত বৃহস্পতিবার আর্থিকভাবে দুর্দশায় থাকা শরিয়াভিত্তিক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে নতুন একটি রাষ্ট্রীয় ব্যাংক অনুমোদনে সায় দেয় সরকার।
নতুন ব্যাংকের প্রস্তাবিত নাম রাখা হয় ‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ বা ‘সম্মিলিত ইসলামিক ব্যাংক’। এই ব্যাংককে ‘হস্তান্তরকারী ব্যাংক’ বলছে সরকার। পরবর্তীতে পুনরায় এটিকে বেসরকারি খাতে বিক্রি করে দেবে সরকার, এমন পরিকল্পনা দেওয়া হয় সভায়।
উপদেষ্টা পর্ষদের বৈঠকে ব্যাংক একীভূত করতে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়। সেখানে শেয়ারধারকদের কোনো দাবি পরিশোধের সুযোগ নেই বলে তুলে ধরা হয়।
কমিশন তাদের জায়গা থেকে বলেছে, পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আদালতের অনুমতি নিয়ে একীভূত হলে যেভাবে নতুন প্রতিষ্ঠানের শেয়ার পায়, এখানেও যেন সেভাবে হয়।
এজন্য ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ-২০২৫’ এর ৭৭ নাম্বার ধারা অনুসরণ করতে বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি দেয় বিএসইসি।