আন্দোলনরত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ৬:১৭ অপরাহ্ণ

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে সারাদেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার (১৩ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা। একইসঙ্গে, শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে অবস্থান কর্মসূচি।

আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট। এর আগে রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী ঘোষণা দেন, পূর্বঘোষিত তারিখের আগেই আন্দোলন আরও জোরদার করা হচ্ছে এবং কর্মবিরতি কার্যক্রম সোমবার থেকেই শুরু হবে।

এদিকে চলমান শিক্ষক-কর্মচারী আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এক বিবৃতিতে সংগঠনের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে হলে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের যৌক্তিক দাবি অবিলম্বে মেনে নেওয়া উচিত।’

উল্লেখ্য, শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh