সব
স্বদেশ বিদেশ ডট কম
রাজধানীর মিরপুরের রূপনগরে গার্মেন্টসের প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডিরেক্টর তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তাজুল ইসলাম জানান, ওই ভবনের ছাদে তালা লাগানো থাকায় কেউ বের হতে পারেনি। সেজন্য ধোঁয়ায় অনেকে মারা গেছেন। তাদের কারও চেহারা বুঝা যাচ্ছে না। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে জানিয়ে এ কর্মকর্তা আরও জানান, গার্মেন্টস ভবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তবে কেমিক্যাল ভবনের আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধারে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছে।
এ ঘটনায় একজন ভলান্টিয়ার আহত হয়েছেন বলে জানান তিনি।